Bird Market

কবুতরের খাদ্য


আধুনিক পদ্ধতিতে কবুতর পালন ও রোগ-ব্যাধির চিকিৎসা । হাঁস-মুরগির ন্যায় কবুতরের খাদ্যে শ্বেতসার, চর্বি, আমিষ, খনিজ ও ভিটামিন প্রভৃতি থাকা প্রয়োজন। কবুতর তার দেহের প্রয়োজন এবং আকার অনুযায়ী খাদ্য গ্রহণ করে থাকে। প্রতিটি কবুতর দৈনিক প্রায় ৩০-৫০ গ্রাম পর্যন্ত খাবার গ্রহণ করে থাকে। কবুতর প্রধানত গম, মটর, খেশারী, ভুট্টা, সরিষা, যব, চাল, ধান, কলাই ইত্যাদি শস্যদানা খেয়ে থাকে। মুক্ত অবস্থায় পালিত কবুতরের জন্য সকাল-বিকাল মাথা পিছু আধ মুঠ শস্যদানা নির্দিষ্ট পাত্রে খাদ্য উপাদান পরিমাণ (%) ভুট্টা ৩৫ মটর ২০ গম ৩০ ঝিনুকের গুঁড়া/চুনাপাথর চূর্ণ/অস্থিচূর্ণ ০৭ ভিটামিন/এমাইনো এসিড প্রিমিক্স ০৭ লবণ ০১ মোট = ১০০

No comments

Theme images by Storman. Powered by Blogger.