Bird Market

বাজারজাতকরণ


পাখির খামার এর ব্যাপারে ভাবলে সবার আগে মাথায় আসে ” বিক্রি করবো কোথায়” । এখানে এর সহজ সমাধান দেয়া হলো। পাখির খামার করে আয় করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাখি বিক্রি। ঢাকাতে পাখি ও কবুতরের বেচা কেনার জন্য প্রায় প্রতি সপ্তাহেই ৫ থেকে ৬ টি পাখির হাট বসে। এখানে পাখির হাটের সময় গুলো দিয়ে দেয়া হলো। মিরপুর ১ শুক্রবার মিরপুর ১৪ শনিবার টঙ্গী বাজার রবিবার কাপ্তান বাজার শুক্রবার মোরাদিয়া হাট বুধবার এই সবগুলো হাঁটে প্রতি সপ্তাহে প্রচুর পাখি বেচাকেনা হয়। এছাড়াও প্রতিটি জেলায় কিন্তু সাপ্তাহিক হাটে অনেক পাখি বেচাকেনা হয়। এই হাটগুলো ছাড়া আরো বেশ কিছু উপায় আপনার পাখি বিক্রি করতে পারবেন। প্রথম উপায় হচ্ছে এলাকার পাখির দোকানে বিক্রি।

No comments

Theme images by Storman. Powered by Blogger.