Bird Market

পাখির সাধারন রোগ এবং তার প্রতিকার

 


পাখি অসুস্থ হলে হেল্প চেয়ে অনেক সময় পাওয়া যায় না। অনেক সময় প্রয়োজনে কারও সাথে যোগাযোগও করা যায় না।

আজ তাই ছোটো করে কিছু কমন রোগের লক্ষন ও চিকিৎসা দিলাম। যারা প্রয়োজনীয় মনে করবেন লিখে রাখবেন বা শেয়ার করবেন।

১। পাখির ঠান্ডা
পাখি ঝিমায় ,খায় না ,ডাকাডাকি কম করে ,পূপ্স নরম বা গায়ের সাথে লাগানো ,চোখ ভিজা ,নাক বা মুখ দিয়ে পানি পরে ,হাঁচি কাশি বা গা ফুলিয়ে বসে থাকবে কেমোনিড,টাইলভেট,অক্সিডক্সি যেকোনো একটা এক গ্রাম এক লিটার পানির সাথে মিশিয়ে দিবেন কম পক্ষে সাত দিন ।প্রতিদিন নতুন করে ওষুধ বানাবেন ।ওষুধ দেয়ার দিন গুলোতে শাক সবজি মিনারেলস ব্লক ,কেটেল ফিস বোন দিবেন না ।পাখিকে তুলসি পাতা ,লেবুর রস খেতে দিবেন।



২। সবুজ পায়খানা
পায়খানা সবুজ হবে ,গায়ে লাগনো থাকবে পাখি দাঁড়াতে বা উড়তে কস্ট হবে ,পায়ের বেলেণ্স কম থাকবে ।
Ciprocin ভেট এক ml livavit এক ml এক সাথে এক লিটার পানিতে মিশিয়ে খেতে দিবেন ১০ দিন ।চিনি ছাড়া লাল চা দিবেন পাঁচ দিন ।


No comments

Theme images by Storman. Powered by Blogger.