Bird Market

লাভ বার্ড পাখির খাবার


লাভ বার্ড পাখির খাদ্যতালিকায় রয়েছে বেশিরভাগ বিভিন্ন ধরনের ফসলের বীজ। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে লাগে চীনা । এছাড়াও লাভ বার্ড পাখির খাবার এর মধ্যে রয়েছে আরো চার পদের শষ্য বীজ। যেগুলোর প্রত্যেকটি লাভ বার্ড পাখির সঠিক নিউট্রিশন এর জন্য জরুরি। খাবার তৈরির উপাদান গুলোর মধ্যে রয়েছে ধান, সূর্যমুখী ফুলের বীজ, গম , বাজরা, ও কুসুম ফুলের বীজ। এখানে লাভ বার্ড পাখির ৫ কেজি খাবারের চার্ট নিচে দেওয়া হল।

লাভ বার্ড পাখির খাবার তৈরি
চীনা ৪ কেজি
ধান ৫০০ গ্ৰাম

সূর্যমুখী বীজ ৩০০ গ্ৰাম






এই সবগুলো উপাদান একত্রে মিশিয়ে লাভ বার্ড পাখির খাবার তৈরি করা হয়। এই উপাদান গুলো দৈনিক খাদ্য চাহিদা পূরণ করে । এছাড়া সঠিকভাবে এদের পালতে চাইলে মাঝে মাঝে লাভ বার্ড পাখিকে সফট ফুড দিতে হবে। বিশেষ করে বাচ্চা থাকলে অবশ্যই সফট ফুড দিতে হবে। লাভ বার্ড পাখির সফট ফুড তৈরি করতে নিচের উপাদান গুলো ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে

পালং শাক, কলমি শাক, গাজর, বরবটি ভেজা পাউরুটি, ভেজা ছোলা ইত্যাদি। এই খাবার গুলো অল্প অল্প করে মাঝে মাঝে লাভ বার্ড পাখিকে খাওয়ানো হয়। 

No comments

Theme images by Storman. Powered by Blogger.